পরিবার পরিজনের সাথে ঈদ করতে ৩/৪ দিন আগে তারা খুলনা এসেছিলেন। রাজধানী ঢাকাসহ দেশের দূরদূরান্তের বিভিন্ন জেলা থেকে কেউ ট্রেনে, কেউ বা এসেছিলেন বাসে। ঈদের পরেই আসছে আবার কঠোর লকডাউন। তাই এখনই খুলনা ছাড়ছেন তারা।
আজ ঈদের রাতে খুলনা মহানগরীর বাস টার্মিনাল গুলোতে দেখা গেছে, যাত্রীদের প্রচন্ড চাপ। বাস কাউন্টার গুলো টিকিট দিতে হিমশিম খাচ্ছে। সরকারী বিধির তোয়াক্কা না করেই বাসগুলো যাত্রী ভরে তবেই ছাড়ছে গন্তব্যের উদ্দেশ্যে। টিকিটের জন্য রীতিমত কাড়াকাড়ি চলছে।
খুলনা সোনাডাংগা বাস টার্মিনালের টাইম কীপার আলমগীর হোসেন জানান, সময় মত সব বাস কাউন্টার ছেড়ে যাচ্ছে। ঈদের কারণে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বাস চলবে। এরপর বন্ধ হয়ে যাবে লকডাউনের কারণে। তাই যাত্রীদের এতো ভিড়।
নগরীর রয়্যাল মোড়ের ঢাকাগামী কয়েকটি বাস কাউন্টারের কর্মচারীরা দাবি করেছেন সরকার নির্ধারিত ৬০ শতাংশ ভাড়া বেশি নিয়ে অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে।
যদিও অনেক যাত্রী অভিযোগ করেছেন, পথের থেকে যাত্রী নিয়ে তারা অধিক মুনাফা করছে। তাছাড়া টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় ভাড়া বেশি রাখছে।
খুলনা বাস মিনিবাস মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান জানান, সরকারি বিধি মেনেই পরিবহণ গুলো চলছে। এ পর্যন্ত বাড়তি ভাড়া বা বেশি যাত্রী নেয়ার কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন