সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

লকডাউনের প্রথম দিনে ঢাকায় ৪০৩ আটক, জরিমানা ২০৩ জনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৯:২১ পিএম

সারাদেশব্যাপী শুরু হওয়া ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) কোভিড-১৯ বিধিভঙ্গের কারণে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া জরিমানা করা হয়েছে আরও ২০৩ জনকে।

এ সময়ে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতগুলো ২০৩ জনের কাছ থেকে ১,২৭,২৭০ টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে, লকডাউন বিধি ভাঙায় ৪৪১টি যানবাহনের মালিকের কাছ থেকে ১০,৬০,৫০০ টাকা জরিমানা আদায় করে ট্রাফিক বিভাগ।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৮,৮৫১ জনের প্রাণ গেল ভাইরাসটিতে। মৃত্যুর হার ১.৬৪%।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩১.০৫% হারে আরও ৬,৩৬৪ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯। এ নিয়ে ১৫.৫০% হারে মোট শনাক্তের সংখ্যা ১১,৪৬,৫৬৪।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন