শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এক মাছ বিক্রি ৪ লাখ ৬২ হাজার টাকায়

জাহাঙ্গীর কবীর মৃধা, বরগুনা থেকে | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০০ এএম

গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ। মাছটি বিক্রি হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায়। গতকাল শনিবার দুপুরে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি কেনেন খুলনার মৎস্য পাইকার মো. জুয়েল।
ট্রলারের মাঝি আবু জাফর বলেন, গত বৃহস্পতিবার গভীর সমুদ্রে জাল ফেলার সঙ্গে সঙ্গেই জাল টানতে শুরু করে মাছটি। জাল টেনে নিয়ে যাওয়া দেখে মনে হয় বড় কোনো মাছ আটকা পড়েছে। তাৎক্ষণিক আমরা জাল টানতেই বড় ভোল মাছটি পাই। দেরি না করে দ্রুত ঘাটে নিয়ে আসি। গতকাল সকালে প্রকাশ্য ডাক শুরু হলে দুপুর ১২টার দিকে ওই মাছটি ৬ লাখ ৬১ হাজার মণ দরে ২৮ কেজির মাছটি ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে। এর আগে, গত বছরের ১৪ নভেম্বর সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দারের ট্রলারে ধরা পড়েছিল ২২ কেজি ওজনের একটি ভোল মাছ। যা ৪ লাখ ৫০ হাজার টাকা মণ দরে আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছিল।

স্থানীয় প্রবীণ মৎস্য ব্যবসায়ীদের মতে, গত ৩০ বছরেও এতো বড় মাছ দেখা যায়নি। এর আগে তারা ছোট ছোট মাছ খেয়েছেন খুবই সুস্বাদু। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের চাহিদা অনেক বেশি। জানা গেছে, এ মাছের বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Anisur Rahaman ২৫ জুলাই, ২০২১, ৫:১৬ এএম says : 0
যারা এতো দাম দিয়ে কিনে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে আয়ের উৎস সম্পর্কে অনুসন্ধান চালানো উচিত।
Total Reply(0)
Saiful Islam ২৫ জুলাই, ২০২১, ৫:১৬ এএম says : 0
যে কিনেছে তার টাকার উৎস বের করা হোক
Total Reply(0)
Mahabubul Hasan ২৫ জুলাই, ২০২১, ৫:১৭ এএম says : 0
দামাদামি করতে শিখে নাই, দাম বেশি রাখছে
Total Reply(0)
Dipan Barua ২৫ জুলাই, ২০২১, ৫:২৪ এএম says : 0
টাকা ওয়ালা মাছ খাবে, গরীব ওয়ালা বাসায় গিয়ে ডাল ছটকাবে।
Total Reply(0)
Zara Chowdhury ২৫ জুলাই, ২০২১, ৫:২৪ এএম says : 0
আমার খুব পছন্দে একটা মাছ এটা ঠিক যে অনেকেই এই মাছটা খেতে পছন্দ করে না কিন্তুু আমার বিষন ভালো লাগে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন