কঠোরতম বিধিনিষেধের সপ্তম দিনে আজ বৃহস্পতিবার খুলনা জেলা ও নগরীতে দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ৯ উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারদের (ভূমি) নেতৃত্বে এবং নগরীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিনভর অভিযান পরিচালিত হয়।
স্বাস্থ্যবিধি না মানা, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অভিযোগে ২২ জনকে ২২ টি মামলায় ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করে।
মন্তব্য করুন