প্রথমবার মৈনাকের পরিচালনায় কাজ করবেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী। ছবির নাম ‘মিনি’। এরআগে মিমি অভিনীত ‘ক্রিসক্রস’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন মৈনাক ভৌমিক। অন্যদিকে, রয়েছে আরও এক চমক। এই ছবির সঙ্গে প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর। সঙ্গে থাকছেন রাহুল ভঞ্জ, দুজনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘মিনি’।
এই ছবি প্রসঙ্গে মিমি জানিয়েছেন, 'প্রথমবার মৈনাকের সঙ্গে কাজ করতে আমি দারুণ এক্সাইটেড। ক্রিসক্রস ছবির চিত্রনাট্যটা মৈনাকের লেখা, সেইসময় অনেক আলোচনা হয়েছিল। এরপর এই লকডাউনে আমাকে মিনির চিত্রনাট্যটা পড়ে শোনায় মৈনাক। এ রকম চরিত্রে আগে আমায় কেউ দেখেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই নারীকেন্দ্রিক চরিত্র কম হয়। সে দিক থেকে এই ছবি ব্যতিক্রম।'
তিনি আরও জানান, 'মিমি ভীষণরকমভাবে পরিবারের প্রতি দায়িত্বশীল। যে স্বাধীনচেতা কিন্তু একইসঙ্গে ওর জীবনের বিরাট বড় অংশ ওর পরিবার। সম্পর্কগুলোকে সে আগলে রাখে। কিন্তু কিছু ঘটনা ওর জীবনকে বদলে দেবে। মৈনাকের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি, শুনেছি ও খুব সেটে ভীষণ কুল থাকে।'
অন্যদিকে, প্রথমবার ছবি প্রযোজনার কাজ করতে চলেছেন সম্পূর্ণা লাহিড়ী। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'আমি রাহুলের সঙ্গে মিলে এই কাজ শুরু করতে পেরে খুব এক্সাইটেড আর গর্বিত। সাধারণ নায়িকারা প্রযোজনায় এলে সেই ছবিতে অভিনয়ও করে, আমার কিন্তু তেমন কোনও পরিকল্পনা নেই। বরং আমি ভালো কাহিনী পর্দায় তুলে ধরতে চাই, ভালো সিনেমা বানাতে চাই।'
মিমি চক্রবর্তীকে নিয়ে পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’-এর শুটিং আপাতত চলছে। এই ছবির শুটিংয়ের পরই মৈনাকের মিনি ছবির শুটিং শুরু হবে। প্রযোজক রাহুল ভঞ্জের কথায়, ‘করোনার তৃতীয় ঢেউয়ের মাত্রা বুঝেই এই ছবির শুটিংয়ের বন্দোবস্ত করা হবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন