শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে র‌্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ৬:২৪ পিএম

রাজশাহীর চারঘাট উপজেলায় র‌্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মেহেদী হাসান তুশার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ পশ্চিম পাড়া গ্রামের সাইদুল ব্যাপারীর ছেলে। রোববার দুপুরে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর আড়ানী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর দাসেরচড় রেলগেট হইতে ৫০ গজ দক্ষিণে পাঁকা রাস্তার উপর ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাবের একটি দল ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর দাসেরচড় রেলগেট হইতে ৫০ গজ দক্ষিণে পাঁকা রাস্তার উপর পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন