শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গ্যাস পুনঃসংযোগ দেয়ার নির্দেশ হাইকোর্টের

সিলেট গার্ডেন টাওয়ার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার আবাসন প্রতিষ্ঠান ‘দ্য ম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড’ মালিকানাধীন আবাসন প্রকল্প গার্ডেন টাওয়ারে ২ লাখ টাকা পরিশোধ করার শর্তে ১৯৩টি চুলায় গ্যাস সংযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকার্ট। ৫ দিনের মধ্যে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডকে এ আদেশ প্রতিপালন করতে বলা হয়েছে।

রিটের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম.ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন সমরেন্দ্র নাথ বিশ্বাস। আদেশের বিষয়ে চঞ্চল কুমার বিশ্বাস জানান,গার্ডেন টাওয়ারে ৮১টি অবৈধ দ্বৈত গ্যাসের চুলার ব্যবহারের করা হচ্ছে বলে কোনো প্রকার নোটিশ ছাড়াই গত ১৪ জুলাই টাওয়ারের বৈধ-অবৈধ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জালালাবাদ গ্যাস। এতে চরম দুর্ভোগে পড়েন গার্ডেন টাওয়ারের বাসিন্দারা। তাদের ঈদও কেটেছে গ্যাস ছাড়া। পরে ১৫ জুলাই নোটিশ পাঠানো হয় যে ৮১টি লাইন অবৈধ। পরে ম্যান অ্যান্ড কোম্পানির পক্ষে ফারুক হোসেন মেজবাহ গ্যাসের পুন:সংযোগ চেয়ে রিট করেন। শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন