রাজশাহীর বাঘা উপজেলায় ২৪ ঘন্টায় ৩৪ জনের করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছে ৭ জনের। এই উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৫ জনে। বৃহস্পতিবার (১২ আগস্ট) পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৩ জনকে। আক্রান্তরা সবাই হোম আইসোলেশনে ১৪ দিনের চিকিৎসা নিচ্ছেন। বাইরের কালেকশনসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। ৬ এপ্রিল (২০২০) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই করোনার পরীক্ষা শুরু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশেদ আহমেদ বলেন, নতুন আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। তুলনামূলক ভাবে বাঘা উপজেলায় আক্রান্তের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। আতংকিত না হয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক পরিধান করতে হবে। প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে যাওয়া যাবেনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন