শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মধুখালীতে ৬ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক আটক

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১০:০২ পিএম

ফরিদপুর মধুখালীতে ৬ বছরের এক শিশু কন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ধর্ষকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়।

জানা গেছে, গতকাল বুধবার (১৮ আগস্ট) পৌর এলাকার পুর্ব গাড়াখোলা আশ্রয়ণ প্রকল্পে নিয়ে, বাদীর ৬ বছরের কন্যাকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝালমুড়ির লোভ দেখিয়ে, একই পুর্ব গাড়াখোলা আশ্রয়ণ প্রকল্পের শাকিলের ছেলে সাগর (২৩) নির্জন ঘরের মধ্যে ধর্ষণ করে।

পরে শিশুটির কান্নাকাটি ও রক্তাক্ত শরীর দেখে প্রত্যক্ষদর্শীরা জিজ্ঞাসা করলে, ঘটনার কারণ ও ধর্ষকের নাম প্রকাশ পায়।

এর পরপরই, রক্তাক্ত অবস্থায় শিশুটিকে মধুখালী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে, শিশুটির পিতা বাদী হয়ে মধুখালী থানায়, একটি ধর্ষণ মামলা করেন। মামলা নং ১২ তারিখ, ১৯/০৮/২০২১

এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক মোঃ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, রাতে অভিযোগ পেয়ে আসামি আটক করে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) কোর্টে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন