রাউজান পৌরসভার জলিলনগর সিএন্ডবি জামে মসজিদের (নির্মাণাধীন মডেল মসজিদ) খতিব মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। গতকাল ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম কার্যালয়ে বিভাগীয় পরিচালক আবু আহসান মুহাম্মদ বোরহান উদ্দিন তাকে শ্রেষ্টত্ত্বের সনদ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল আবু তালেব বেলাল, প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন খাঁন প্রমুখ। জেলা পর্যায়ে শ্রেষ্ট ইমাম নির্বাচিত হওয়ায় মাওলানা নেজাম উদ্দিনকে স্থানীয় এমপি এবি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। মাওলানা নেজাম উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনিয়া গ্রামের মুহাম্মদ আবদু সামাদ ও খতিজা বেগমের
বড় ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন