শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত উদ্যোগ নেয়ার দাবী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৫:৩৬ পিএম

কিছু রোহিঙ্গার বেপরোয়া অপরাধকর্মের কারণে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। বিস্তৃত হচ্ছে খুনোখুনি, মাদকের রাজ্য। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো দরকার। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে। বুধবার দুপুরে

বাংলাদেশে রোহিঙ্গা রোহিঙ্গা আগমনের চার বছর পূর্তির দিন কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সহসভাপতি মনজুর আলম সিকদারের সভাপতিত্বে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর সামনে অবস্থান কর্মসূচীতে বক্তারা আরো বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা দরকার। যারা অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি করেছে সবগুলো বাতিল করতে হবে। রোহিঙ্গাদের মদতদাতা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমাবেশে দাবি জানান বক্তারা।

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহসভাপতি নুরুল আজিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমাম খাইর, সহসাধারণ সম্পাদক শামসুল ইসলাম কেলু, মাস্টার জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন, দপ্তর সম্পাদক কানন বিশ্বাস প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন