মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে লঞ্চের ধাক্কায় লঞ্চ স্টাফ নিহত হয়েছে। লৌহজং উপজেলার শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের শিমুলিয়া ঘাটে লঞ্চের ধাক্কায় এমভি মায়ের দোয়া নামক এক লঞ্চের স্টাফ আবু তাহের জাহিদ (২৮) নামের এক স্টাফ ঘটনা স্থলেই নিহত হয়েছে।
মাওয়া নৌ-পুলিশের ইনর্চাজ আবু তাহের মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১২ টায় বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি মায়ের দোয়া নামের লঞ্চটি শিমুলিয়া ঘাটে যাত্রী নামিয়ে পিছনে যাচ্ছিলো। এমন সময় বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে আসা অর্পন নামের লঞ্চটি ঘাটে ভিড়ার সময় আরেকটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মায়ের দোয়া লঞ্চটির স্টাফ নিহত হয়। নিহত আবু তাহের ওরফে জাহিদের বাড়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন