শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যা

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৭:৪০ পিএম

নেছারাবাদে মো: জয়নাল আকন (৭০) নামে এক পিতার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে কোদাল দ্বারা এক পিটান দিয়ে পিতাকে হত্যা করেছে ছেলে। হত্যাকারী ওই ছেলের নাম রাজ্জাক আকন(৩৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের দক্ষিণ মাহমুদকাঠি গ্রামের আকন বাড়ীতে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।ছেলের এক পিটানেই বৃদ্ধ পিতা মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের অন্যান্যে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নিয়ে যান। বিকেলে হাসপাতাল থেকে নিহতের মেজ ছেলে সুমন আকন তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। ঘটনার পর থেকেই হত্যাকারী ছেলে রাজ্জাক আকন গা ঢাকা দিয়েছে।

হত্যাকারী ছেলে রাজ্জাক আকনের মেজ ভাই সুমন আকন বলেন, তার ভাই এলাকার একজন মাদকাসক্ত লোক। সে কোন কাজকর্ম করতোনা। সংসারে তার স্ত্রী ছেলে মেয়ে রয়েছে। তার ভাই অকর্ম,মাদকাসক্ত হওয়ায় তার সংসার আমরা চালাই। সে প্রায়ই নেশার টাকার জন্য বাবা ও আমাদের সাথে ঝগড়াঝাঁটি করত। ঘটনার দিন দুপুরে সে বাড়ীতে এসে বাবার কাছে নেশার টাকা চায়। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায় বাবা তাকে একটু বকাঝকা করলে বড় ভাই রাজ্জাক সুস্থ মস্তিষ্কে বাবাকে কোদাল দিয়ে মাথায় একটি সজোরে পিটান দেয়। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। সাথে সাথে বাবাকে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় চৌকিদার নুরুজ্জামান বলেন, শুনেছি রাজ্জাক একজন নেশাগ্রস্থ লোক। সে প্রায়ই নেশা করতো।

ইউপি সদস্য মুহিদ মাহমুদ বলেন রাজ্জাক একজন মাদকসেবী। শুনেছি প্রায়ই সে নেশার টাকার জন্য পরিবারে বাবার সাথে ঝগড়াঝাঁটি করত। তার বাবা জয়নাল ও ভাইয়েরা মিলে রাজ্জাকের জন্য একটি ঘর উঠাচ্ছিল। ঘটনার দিন দুপুরে তার পিতা সেই ঘরে একটু কাজ করছিল। দুপুরে রাজ্জাক বাড়ীতে এসে তার পিতার কাছে টাকা চায়। পিতা টাকা দিতে অসম্মতি জানালে রাজ্জাক এক দুই কথায় ক্ষিপ্ত হয়ে তার পিতাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই জয়নাল আকন মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন