বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সুপ্রিম কোর্টে আসামির জামিন বহাল

সিআইডি কর্মকর্তা হত্যা মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম হত্যা মামলার আসামি হাজী বাবুর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

গতকাল বৃহস্পতিবার সরকারপক্ষে করা স্থগিত আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন।

সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। সিআইডির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম ২০১৩ সালের ২৯ আগস্ট নিজের বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের জামাতা ব্যারিস্টার মুকিম উদ্দিন খান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার মূল আসামি রাজিব হোসেন ওরফে ভন্ড রাজিব পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এছাড়া পুলিশ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার ও তদন্ত শেষে ২০১৭ সালে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় হাজী বাবু নামে এক আসামি চলতি বছরের ২২ মার্চ আত্মসমর্পণ করেন। এরপর হাইকোর্ট গত ২ মে তাকে জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে সরকারপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন