মাদারীপুরের সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় দুই যুবককে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে মাসুদ মোল্লা ব্যক্তিগত কাজ শেষে সোমবার বিকেলে বাড়ি ফিরছিলেন। এসময় সদর উপজেলার পূর্ব রান্তি এলাকায় এলে পথরোধ করে মাসুদ ও ইব্রাহিম মোল্লা নামে দুইজনকে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় উদ্ধার করে তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আল আমিন নামে এক যুবককে প্রধান আসামী করে মঙ্গলবার মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে আহত মাসুদ মোল্লা। আহত মাসুদ মোল্লা জানান, আমাদের দুইজনকে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে আল আমিনসহ ১০/১২জন। আমার কোন অপরাধ নেই। ওদের সাথে কোন দ্বন্দ্বও নেই। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন