রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বার্সার স্বস্তি, হোঁচট অ্যাটলেটিকোর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

আগের ম্যাচে পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। তবে লা লিগায় গতপরশু রাতে নিজেদের তৃতীয় ম্যাচে গেটাফেকে হারিয়েছে ২-১ গোলে। বার্সার জয়ে আলো ছড়িয়েছেন মেমফিস ডিপাই। জয়সূচক গোলের পাশাপাশি ম্যাচজুড়ে দারুণ খেলেছেন এই ডাচ স্ট্রাইকার। অন্যদিকে লিগের আরেক ম্যাচে হোঁচট খেল অ্যাটলেটিকো মাদ্রিদ। অথচ এবারের মৌসুমে প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল দলটি। ভিয়ারিয়ালের কাছে ম্যাচটা প্রায় হারতেই বসেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোল কোনোরকমে বাঁচিয়ে দিয়েছে তাদের। শেষমেশ ২-২ গোলের ড্র করে মাঠ ছেড়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় শুরু থেকে একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের রক্ষণ। কিন্তুগোলমুখ খুলতে পারেননি লুইস সুয়ারেজ-আনহেল কোয়েরারা। তবে দ্বিতীয়ার্ধে মানুয়েল ত্রিগেরোসের জোরালো শটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণে স্বাগতিকদের ম্যাচে ফেরান সুয়ারেজ। একটু পরে ভিয়ারিয়ালকে আবার এগিয়ে আর্নট দানিউমা। ম্যাচের ৯৫ মিনিটে নিজেদের জালে বল জড়ান আইসা মান্দি। তাতে আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দু’দলকে।
আরেক ম্যাচে ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতেই বাজিমাত বার্সার। জর্দি আলভার সহায়তায় মাত্র দুই মিনিটে দলকে লিড এনে দেন সের্গি রবার্তো। লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ম্যাচের ১৯ মিনিটে গেটাফেকে সমতায় ফেরান সান্দ্রো রামিরেজ। ৩০তম মিনিটে অবশ্য ফের লিড নেয় বার্সা। দারুণ এক আক্রমণে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মেমফিস ডিপাই। বিরতির পরও আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে লড়াই। তবে শেষ পর্যন্ত কেউ কারও রক্ষণ ভাঙতে পারেনি। আগের ম্যাচে পয়েন্ট হারানো বার্সা মাঠ ছাড়ে স্বস্তির এক জয় নিয়ে। এ জয়ে পয়েন্ট টেবিলেও আপাতত ৪ নম্বরে অবস্থান করছে রোনাল্ড কোমানের দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন