শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি ১১.৫৬ শতাংশ

জুলাই-আগস্টে আরএমজি পণ্যের গড় রফতানি প্রবৃদ্ধি মাইনাস ১.২৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ৭:০২ পিএম

করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধের কারণে জুলাইয়ে ধস নেমেছিল পোশাক রফতানিতে। কিন্তু, সেখান থেকে ইতিবাচক প্রবৃদ্ধি নিয়ে আগস্টেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে রফতানির প্রধান খাতটি। গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের আগস্টে তৈরি পোশাক রফতানি ১১ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে। চলতি অর্থবছরের আগস্টের ১-৩০ তারিখ পর্যন্ত মোট ২৭৫ কোটি ডলার মূল্যের পোশাক রফতানি করেছে বাংলাদেশ। গত বছরের আগস্টে যা ছিল ২৪৬ কোটি ডলার।

দেশের পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পাঠানো তথ্যে এসব জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল ভোরের ইনকিলাবকে বলেন, জুলাই মাসে ঈদুল আজহা পালিত হওয়ার কারণেই আগস্টে এসে রফতানি বেড়েছে। তিনি বলেন, সাধারণত ঈদের মাসে রফতানিতে প্রবৃদ্ধি কম হয়, তখন ওই মাসে যে চালান জাহাজীকরণ হওয়ার কথা তা পরের মাস পর্যন্ত পিছিয়ে যায়। তাই জুলাইয়ে মাইনাস ১১ দশমিক ০২ শতাংশের যে প্রবৃদ্ধি হয়, আগস্টে এসে তা পূরণ হয়েছে। তবে জুলাই-আগস্টে আরএমজি পণ্যের গড় রফতানি প্রবৃদ্ধি মাইনাস ১ দশমিক ২৭ শতাংশ। মহিউদ্দিন রুবেল বলেন, গত দুই মাসে রফতানির আনুষ্ঠানিক লক্ষ্যমাত্রার চেয়ে আমরা ৬ দশমিক ১৬ শতাংশ পিছিয়ে আছি। এদিকে উভেনের ৪ দশমিক ৪৮ শতাংশের তুলনায় বরাবরের মতোই ভালো করছে নিটওয়্যার খাত। গত মাসে খাতটি ১৭ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি লাভ করে। অবশ্য নিটওয়্যার খাতে প্রবৃদ্ধির পেছনে মূলত সুতার দর বৃদ্ধি অবদান রাখে বলে জানান রুবেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন