বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নজরুল ইসলাম বলেছেন, করোনায় স্থবির হয়ে পড়া পোশাক খাতে রফতানি আদেশ কিছুটা বেড়েছে। কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে তা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। শনিবার নগরীর খুলশীতে বিজিএমইএ কার্যালয়ে কাস্টমস (বন্ড) ও কাস্টমস (সী) বিষয়ক স্থায়ী কমিটির যৌথ সভায় তিনি একথা বলেন। নজরুল ইসলাম বলেন, একদিকে বিদেশি ক্রেতারা পোশাকের ম‚ল্য দিন দিন কমাচ্ছে, অপর দিকে অভ্যন্তরীণ বিবিধ খরচসহ কাস্টমস সংক্রান্ত জটিলতা দিন দিন বাড়ছে। ফলে নির্ধারিত লিড টাইমের মধ্যে পণ্য চালান রফতানি অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না।
বিজিএমইএর কাস্টমস (সী) বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যন ও সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএর পরিচালক ও সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক এএম শফিউল করিম (খোকন) এবং এম এহসানুল হক বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন