সীতাকুন্ডে অবৈধভাবে স্থাপন করা তিনটি করাতকলকে জরিমানা করা হয়েছে। (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলার তিনটি ইউনিয়নে স্থাপিত এসব করাত কলের বিরুদ্ধে করাতকল লাইসেন্স বিধিমালা, ২০১২ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন।
তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, করাত কলের লাইসেন্স না থাকায় কুমিরা ঘোড়ামারা স' মিলকে ১০ হাজার, ভাটিয়ারী দি ইউনিক স' মিলকে ৫ হাজার ও সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় অবস্থিত বাগদাদ স' মিলকে ১০ হাজার টাকাসহ মোট তিনটি করাত কলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স প্রাপ্তির আগ পর্যন্ত করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তাই জনস্বার্থে এই ধরণের অভিযান সীতাকুন্ড উপজেলায় অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন