ময়মনসিংহের তারাকান্দায় চলন্ত মাহিন্দ্র কে পিছন থেকে বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ২ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মাহিন্দ্র টিতে থাকা আরও ৩ জন।
নিহত মহিলা ২ জন হলেন, গৌরীপুর উপজেলার কাউরাইত গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী রহিমা এবং আবুল হাশেমের মেয়ে মাজেদা খাতুন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের কাশিগঞ্জের সাধুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, সন্ধ্যার পর শ্যামগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা মাহিন্দ্র কাশিগঞ্জের সাধুপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে বালু ভর্তি একটি ট্রাক মাহিন্দ্রটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উল্লেখিত ২ নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন। স্থানীয়রা আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শফিউর রহমান শিপন বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন