বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাবুল সফরে গেছেন পাকিস্তানের গোয়েন্দা প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৭ পিএম

তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির রাজধানী কাবুলে গেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর প্রধান। তার সাথে পাকিস্তানের সিনিয়র কর্মকর্তারাও আছেন। কাতারের গণমাধ্যম আল-জাজিরা শনিবার এ সংবাদ প্রকাশ করেছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর (ইন্টার-সার্ভিস এন্টেলিজেন্স-আইএসআই) প্রধান ফয়েজ হামিদ এখন আফগানিস্তানের কাবুলে পৌঁছেছেন। তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তিনিই প্রথম কোনো বিদেশী শীর্ষ কর্মকর্তা, যিনি আফগানিস্তান সফরে গেলেন। এ সফরে ফয়েজ হামিদের সাথে পাকিস্তানের সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলও আছে। শনিবার তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেন বলে জানা গেছে।
এদিকে ফয়েজ হামিদের আগমন অনলাইনে আফগানদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। পাকিস্তান এবং আইএসআই এর বিরুদ্ধে তালেবানদের সহায়তা ও প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। সূত্র : আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন