শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অবিবাহিত তারকাদের প্রেম-বিয়ের গুঞ্জণ থাকেই-পপি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন। অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তার এই আড়ালের কারণে গুঞ্জণ ছড়িয়ে পড়ে তিনি বিয়ে করে ঘর-সংসার করছেন। গুলশানে ফ্ল্যাট নিয়ে সেখানে বসবাস করছেন। এমনকি তার মা-ও বলেছিলেন, পপি তার খোঁজ-খবর নেন না। তার সাথে যোগাযোগ নেই। এরপরও পপির কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। তবে তার ঘনিষ্ট একজন জানান, পপি ব্যক্তিগত কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকায় কারো সাথে যোগাযোগ করছেন না। তার এ কথার সত্যতা পাওয়া যায় তার ঘনিষ্টজনকে বলা কথা থেকে। পপি জানিয়েছেন, আমাকে নিয়ে যেসব গুঞ্জণ ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই। আমি কিছু ঝামেলায় আছি। ঝামেলা শেষ হয়ে গেলেই আবার সবার সঙ্গে যোগাযোগ করবো। আমাকে নিয়ে যেসব কথা বলা হচ্ছে, তার জবাব দেব। তিনি বলেছেন, আমি গণমাধ্যমের সৃষ্টি। আনন্দ বিচিত্রা আমাকে তারকা জগতে উত্তরণের সিঁড়ি তৈরি করে দিয়েছে। তাই গণমাধ্যম আমার স্বজন। গণমাধ্যমের কারণেই আমি আজকের পপি। সেই গণমাধ্যমের সঙ্গে বিতন্ডায় যাওয়া আমার পছন্দ নয়। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে কোনো লুকোচুরির বিষয় নয়। বিয়ে করব, তা লুকিয়ে রাখব কেন? আর অবিবাহিত তারকাদের নিয়ে প্রেম-বিয়ের গুঞ্জণের অভাব হয় না। এসব গুঞ্জণ থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি জানিয়েছেন, শিঘ্রই এসব বিষয় নিয়ে কথা বলব। তখন সব গুঞ্জণের অবসান হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Add
salman ৬ সেপ্টেম্বর, ২০২১, ৬:১২ এএম says : 0
Mone hoy DIVORCE hoiye geyese, tai bolse Jamela sesh hole Janabay. Amra Interest na, Poti Monir moto ja khushi ta koro, kar ki ase jai??
Total Reply(0)
Add
Md Rakib Hasan ৬ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৫ এএম says : 0
ভুল বলছেন আপনি!! এইভাবে বলা উচিত ছিল লাইসেন্স ছাড়া যানবাহন রাজপথে নামলে সার্জেন্ট একটু তল্লাশি বেশিই করে
Total Reply(0)
Add
নোমান মাহমুদ ৬ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৫ এএম says : 0
তারকাদের যত নষ্টামি আর শয়তানি।
Total Reply(0)
Add
Ahsan habib ৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩১ এএম says : 0
Porimonir kando deikha mone Hoi nijer kukormo shamlaitase dhora porar age.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন