শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিরাজদিখানে অটো রিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাটারি চালিত অটো রিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সংলগ্ন ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইমামগঞ্জ বাজার ব্রিজের উপর ৩ জন আরোহীসহ মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সার পিছনে সজোরে আঘাত করলে মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী ছিটকে পড়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেলে নিলে সেখানেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার রশুনিয়া গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে আকাশ (২০), বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামের মোঃ মিনু খানের ছেলে ইয়ামিন (২০) ও ঢাকা মিরপুর-১ এর মোঃ মোস্তফা সিকদারের ছেলে রায়হান (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিরাজদিখান থানার এসআই নয়ন বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলে থাকা ৩ জন ব্রিজে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেলে নিলে সেখানেই তাদের মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন