ছাত্রদের দেখভালের দায়িত্ব যার হাতে ছিল, তারই যৌন যৌন হয়রানি শিকার হয়েছিল এক বালক। চার বছর আগের ওই ঘটনায় ভারতের এক তরুণীকে ২০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দেশটির হায়দরাবাদের ঘটনায় অভিযুক্ত ওই তরুণীর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছিল। একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত মামলাটিতে ওই তরুণীকে দোষী সাব্যস্ত করেছে। ২০ বছরের কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে তাকে। অভিযুক্ত তরুণীর বয়স ২৭। ছেলেদের প্রাইমারি স্কুলে কেয়ারটেকারের চাকরি করতেন তিনি। ২০১৭ সালের ১ ডিসেম্বর তার বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ আনেন স্কুলের এক ছাত্রের বাবা। অভিযোগে তিনি জানান, তার ছেলে নিয়মিত যৌন হেনস্থার শিকার হতে হয় স্কুলে। ছাত্রটির বয়স ৯ বছর। কীভাবে তাকে হেনস্থা করা হতো, তার বিশদ পুলিশকে জানিয়েছিলেন ছাত্রের বাবা। অভিযোগে বলা হয়, স্কুলের কেয়ারটেকার ওই ছাত্রকে গোপনে ডেকে আদর করতেন। এমনকি ছাত্রটির গোপনাঙ্গ স্পর্শও করতেন। ব্যথা পেয়ে ছাত্রটি প্রতিবাদ জানালে তাকে মারধরও করতেন ওই তরুণী। অভিযোগে তরুণীকে বিকৃতকাম বলে উল্লেখ করেছিলেন ছাত্রের বাবা। পিটিআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন