শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝালকাঠিতে যৌন হয়রানির অভিযোগ

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

ঝালকাঠিতে তিন সন্তানের জননী এক নারীকে যৌন হয়রানির অভিযোগে তিনজনের নামে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে গাবখান গ্রামের নির্যাতিত ওই নারী বাদী হয়ে ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন।

নির্যাতিত নারীর অভিযোগ, গত ১৭ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে তিনি খালা বাড়ি থেকে ঝালকাঠি শহরে নিজ বাসায় আসছিলেন। যুব উন্নয়ন অফিসের সামনে আগে থেকে অপেক্ষমান আসিফ সিকদার মানিক, কোর্টের সামনের ফটোকপির দোকানি বাচ্চু ও কৃষ্ণকাঠি এলাকার রিয়াজ খান নামে তিন ব্যক্তি ওই নারীর পথরোধ করেন। এসময় ওই তিন ব্যক্তি তার কাপড় ধরে টানা হেঁচড়া ও যৌন হয়রানি করেন। তাদের ধস্তাধস্তিতে ওই নারী পড়ে গিয়ে আহত হন। তার চিৎকার শুনে স্থানীয়রা এলে আসামিরা কাউকে কিছু না বলার হুমকি দিয়ে চলে যায়। মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি থানার এসআই আনছারুল হক বলেন, ওই নারীর অভিযোগ গত মঙ্গলবার রাতে এফআইআর হিসেবে রেকর্ড করে আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষীদের সঙ্গে কথা বলেছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন