অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের এক-তৃতীয়াংশ কর্মচারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাবেক একজন কর্মী ব্রিটনি হিগিন্স অভিযোগ তোলার পর বিষয়টি সামনে আসে। ব্রিটনির অভিযোগ, একজন মন্ত্রীর কার্যালয়ে সহকর্মীর দ্বারা তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এ বছরের শুরুর দিকে তিনি অভিযোগ তোলার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়। লিঙ্গবৈষম্য বিষয়ক কর্মকর্তা কেট জেনকিন্স এ ব্যাপারে বলেছেন, ভুক্তভোগীরা বেশির ভাগই নারী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৫১ শতাংশ কর্মী কারো না কারো দ্বারা হয়রানি, যৌন হয়রানির শিকার হয়েছেন কিংবা যৌন নিপীড়নের মুখে পড়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ধরনের ঘটনাকে ভয়ংকর হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার ফেডারেল পার্লামেন্টে পর্যালোচনাটি তুলে ধরা হয়েছে। জানা গেছে, এক হাজার ৭২৩ জনের সঙ্গে কথা বলে ফল তৈরি করা হয়েছে। দেখা গেছে, ৬৩ শতাংশ নারী কর্মী যৌন হয়রানির শিকার হয়েছেন। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন