শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নিরপেক্ষ নির্বাচনের দাবি জানালের মেনন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

আসন্ন ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহবান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ আহবান জানান।

রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা বিবৃতিতে বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচন কর্মকর্তা বিশেষ করে নির্বাচন কমিশনসহ প্রশাসনের সক্রিয় ইতিবাচক ভ‚মিকা রাখতে হবে। নির্বাচনে সহিংসতা, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও কেন্দ্র দখলের ঘটনা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভোট দাতাদের আস্থা নষ্ট করে এবং ভোটদানে নিরুৎসাহিত করে। বিবৃতিতে তারা জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের সক্রিয় ও সর্বোচ্চ উদ্যোগ কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন