শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হলেন নুরুজ্জামান আজাদ

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪৯ পিএম

চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (পুরুষ) উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আ,লীগেরই নুরুজ্জামান আজাদ জামান বেসরকারী ভাবে নিবার্চিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১০৬৯৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ আনোয়ার পলাশ (নলকুপ) নিয়ে ৬৯৩৭ ভোট।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট। ভোট গননা শেষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারী চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ভাইস চেয়ারম্যানের আসনটি শুন্য ঘোষণা করে নির্বচন কমিশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন