শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকে বিভক্ত করবে

জাতিসংঘকে দন্তহীন বললেন স্নায়ুযুদ্ধ নিয়ে শঙ্কিত মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

সম্ভাব্য নতুন স্নায়ু যুদ্ধের জন্য সতর্ক করে, দুই বৃহৎ এবং ব্যাপকভাবে প্রভাবশালী দেশের নিজেদের সমস্যাগুলো বিশ্বের বাকি অংশে ছড়িয়ে পড়ার আগেই জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও চীনকে তাদের সম্পূর্ণরুপে অকার্যকর সম্পর্ককে ঠিক করে নেয়ার আহবান জানিয়েছেন। জাতিসংঘে আসন্ন বিশ্ব নেতাদের বার্ষিক সমাবেশকে সামনে রেখে সংস্থাটির মহাসচিব চলতি সপ্তাহে বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। গুতেরেস বলেন, বিশ্বের দুটি প্রধান অর্থনৈতিক শক্তির আবহাওয়া ইস্যুতে পরস্পরকে সহযোগিতা করা উচিত এবং বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আরও জোরালোভাবে আলোচনা করা উচিত; এমনকি মানবাধিকার, অর্থনীতি, অনলাইন নিরাপত্তা এবং দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্বের বিষয়ে রাজনৈতিক সমস্যা তৈরি হওয়া সত্ত্বেও। হতাশা ব্যক্ত করে তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে, আজ কেবল একে অপরকে মোকাবিলা করা হচ্ছে।” তিনি তার আগের সতর্কবাণীর পুনরাবৃত্তি করে বলেন, দুটি প্রতিদ্ব›দ্বী ভ‚-রাজনৈতিক ও সামরিক কৌশল “বিপদ” বয়ে আনবে এবং গোটা বিশ্বকে বিভক্ত করবে। এই সম্পর্ক অবশ্যই ঠিক করতে হবে - এবং শীঘ্রই। আমাদের যে কোন মূল্যে আরেকটি স্নায়ু যুদ্ধ এড়ানো দরকার যা হবে অতীতের চেয়ে আলাদা এবং সম্ভবত আরও বিপদজনক এবং পরিচালনা করা হবে আরও কঠিন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের আগেই সংস্থাটির তীব্র সমালোচনা করেছেন এর মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘আমাদের সংস্থাটির কোনো দাঁত নেই। নিরাপত্তা পরিষেদের মতো কখনও দাঁত থাকলেও, কামড়ে খাওয়ার মতো খুব বেশিক্ষুধা নেই।’ অধিবেশনের আগে ইউএন নিউজকে দেওয়া সাক্ষাতকারে গুতেরেস এসব কথা বলেছেন। দীর্ঘ সাক্ষাতকারে তিনি কোভিড-১৯ মহামারি থেকে শুরু করে লিঙ্গ অসমতা নিয়ে কথা বলেছেন। বর্তমান বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বহুপাক্ষিকতা একমাত্র পথ কিনা জানতে চাইলে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘ আমাদের বিশ্বে কী ঘটছে দেখুন। একটি ভাইরাস বিশ্বকে পরাজিত করেছে। দেড় বছরের বেশি সময় পর সবকিছু শুরু হওয়ার পর এখনও ভাইরাস সবজায়গায় ছড়াচ্ছে। আমরা মানুষের জীবনে এর নাটকীয় প্রভাব দেখছি, নাটকীয়ভাবে অসমতা বেড়েছে, অর্থনীতি মারাত্মক বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে এবং অরক্ষিত জনগোষ্ঠী সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে।’ তিনি টিকা নিয়ে উন্নত বিশ্বের কর্মকান্ডের সমালোচনা করে বলেন, ‘বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারেনি এবং বৈশ্বিক টিকা পরিকল্পনা নির্ধারণ করতে পারেনি। টিকা বিতরণে অসমতা দূর করা না হলে কোনো দেশই নিরাপদ থাকবে না উল্লেখ করে গুতেরেস বলেন, ‘এক দিন দক্ষিণ থেকে উত্তরের কেউই নিরাপদ থাকবে না, এমনকি যেসব দেশ সবাইকে টিকা দিয়েছে তারাও না।’ এপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন