মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন এবং রেইথনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি চুক্তি করার পর মার্কিন এ দুটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থা নিলো বেইজিং সরকার। -আল-জাজিরা
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানান । তিনি বলেন, তাইওয়ানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য তাইপের কাছে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জামাদি বিক্রি করেছে লকহিড মার্টিন ও রেইথন। এজন্য এই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ওয়াং ওয়েনবিন বলেন, আমেরিকা এবং তার মিত্রদেরকে আবারও বেইজিং আহ্বান জানাচ্ছে যে, আপনারা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করুন। পাশাপাশি তাইপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন। তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড মনে করে এবং এক চীন নীতির আওতায় অন্য কোনো দেশ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক স্থাপন করুক বেইজিং তা পছন্দ করে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন