আজ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর আনন্দ বাজারের নিকট পাওয়ার টিলার উল্টে হেলপার ইমন আলী (২১) নিহত হয়েছে। সে পাকশী ইউনিয়নের দিযার বাঘইল এলাকার আন্টু প্রামানিকের ছেলে। ছিলিমপুর এলাকা থেকে দাশুড়িয়া অভিমুখে যাওয়ার সময় পাওয়ার টিলারের চাকা সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় সে সিটকে পাওয়ার টিলারের নীচে চাপা পড়লে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন