সীতাকুন্ডে সৈয়দপুর ইউনিয়নে ইউএনও’র হস্তক্ষেপে ১০ম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুরে সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ওই এলাকার ১০ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিলো। ঠিক সেই মুহূর্তে এলাকাবাসী বাল্য বিবাহের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনকে জানান। পরে তিনি সাথে সাথে ওই এলাকার ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠান এবং শেষে তিনি নিজেও পাত্র ও পাত্রীর অভিভাবকের সাথে কথা বলে বিয়ে বন্ধ করার নির্দেশ দিলে পাত্র ও পাত্রী পক্ষ বিয়ে বন্ধ করতে বাধ্য হন।
এবিষয়ে ইউএনও মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রাপ্ত বয়স্ক হবার পর তাদেরকে বিয়ে দেবার জন্য আমি অভিভাবকদের পরামর্শ দিয়েছি। প্রথমে বাল্য বিবাহের ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক ভাবে আমি বাল্য বিবাহ বন্ধ করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন