বাংলাদেশের সনাতনী সমাজ হিন্দু উত্তরাধিকার আইন পরিবর্তন না করার আহŸান জানিয়েছে হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ সম্মিলিত পরিষদ। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ আহŸান জানায়। তাদের দাবির সঙ্গে প্রায় ৪০টি সংগঠন একাত্মতা প্রকাশ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সনাতনী সমাজে বিয়ে চুক্তি নয়। এটি একটি পবিত্র ব্রত। বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রী শাস্ত্রবিধি ও হিন্দু আইন অনুযায়ী অবিচ্ছেদ্যভাবে একাত্ম হয়ে যান। তারা পরিবারের সম্পদ-সম্পত্তিও যৌথভাবে ভোগ করে থাকেন। যুগ যুগ ধরে শাস্ত্রীর বিধানের ঐশীবন্ধনে হিন্দু স¤প্রদায়ের তথা সনাতনী সমাজের পরিবারগুলো শান্তিময়-ভারসাম্যপূর্ণ অবস্থায় চলমান।
তারা বলেন, কতিপয় এনজিওসহ একটি বিশেষ মহলের কারসাজিতে তা বিনষ্ট করা এবং বাংলাদেশকে অচিরেই হিন্দুশূন্য করার ষড়যন্ত্র চলছে। কতিপয় এনজিও ও সংগঠন হিন্দু আইন পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় সনাতনী সমাজ হিন্দু আইন পরিবর্তন চায় না।
হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ সম্মিলিত পরিষদের সভাপতি অ্যাডভোকেট ড. জে. কে পালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন