শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জরুরি ভিসাতেও যুক্তরাজ্যে যেতে রাজি নন ইউরোপীয় লরি চালকরা

১ লাখ ট্রাক ড্রাইভার ঘাটতি, তেল-নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত, সাড়ে ১০ হাজার অস্থায়ী ভিসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

লরি চালকের স্বল্পতায় খাদ্য ও জ্বালানি সরবরাহ শৃঙ্খলা বাধার মুখে পড়ায় নরফোকের হারলেস্টনে জ্বালানি নেয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি।


ইহাজার হাজার লরি চালকদের সাময়িক ভিসা প্রদানের জন্য সরকারের জরুরী কর্মসূচিও ব্রিটেনের সরবরাহ-শৃঙ্খলা সংকট সমাধানের জন্য খুব একটা কাজে আসছে না। লরী চালকদের সংগঠনের প্রধানরা সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপেও তাদের যুক্তরাজ্যের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা কম। শনিবার রাতে ডাউনিং স্ট্রিট খাদ্য ও জ্বালানি শিল্পে ঘাটতিতে সাহায্য করার জন্য ক্রিসমাস পর্যন্ত ভিসা স্কিমের জন্য ৫ হাজার ভারী লরি ড্রাইভার এবং ৫ হাজার ৫০০ পোল্ট্রি কর্মী যুক্ত করার জরুরী সংকলিত পরিকল্পনা নিশ্চিত করেছে। যাইহোক, এমনকি আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা ঘোষণা করা হলেও, ইউরোপীয় রোড হোলার্স অ্যাসোসিয়েশনের প্রধান মার্কো ডিজিওইয়া, যারা মহাদেশ জুড়ে ২ লাখেরও বেশি ট্রাকিং সংস্থার প্রতিনিধিত্ব করে, পর্যবেক্ষককে বলেন যে, অভিবাসন বিধিগুলোর সাময়িক শিথিলতার চেয়ে ‘আরও অনেক কিছু প্রয়োজন’। এদিকে, ট্রাকচালক ও পোল্ট্রিকর্মীর ঘাটতি কমাতে সাড়ে ১০ হাজার অস্থায়ী কর্মী-ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি থেকে ইউ-টার্ন নিয়ে স্থানীয় সময় গতকাল শনিবার এ কথা জানিয়েছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে। এএফপি জানিয়েছে, যুক্তরাজ্যের এই ভিসা কার্যক্রম আগামী মাস থেকে এ বছরের ডিসেম্বরের শেষ নাগাদ চালু থাকবে। দেশটিতে যানচালকসহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খাতে শ্রমিকের বিশাল ঘাটতির দেখা দিয়েছে। এতে জ্বালানি সরবরাহ এবং অন্যান্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিটিশ সরকার বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। ট্যাংকার চালকের ঘাটতির কারণে স¤প্রতি যুক্তরাজ্যে গ্যাস-স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। সরবরাহের অভাবে কিছু গ্যাস স্টেমন বন্ধ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আতঙ্কিত না হওয়ার জন্য সরকারের আহŸান উপেক্ষা করে লোকজন স্টেশনে ভিড় করছে। অস্থায়ী কর্মী-ভিসা দেওয়ার পদক্ষেপটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এর আগের নেওয়া সিদ্ধান্তের সম্প‚র্ণ বিপরীত। বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতার অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়ে জনসন সরকার এর আগে ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি কঠোর করেছিল। অপর এক খবরে বলা হয়, ভারী ট্রাকচালক সংকটে ভুগছে ব্রিটেন। ড্রাইভারের অভাবে দেশজুড়ে খুচরা বিক্রেতাদের কাছে নিত্যপণ্য পৌঁছানো যাচ্ছে না। এমনকি পেট্রল পাম্পগুলোয় পর্যাপ্ত তেলও সরবরাহ করা যাচ্ছে না একারণে। পাম্পগুলোয় মোটরিস্টদের দীর্ঘ লাইন দেখা গেছে, তাদের রেশনিং করে জ্বালানি দেওয়া হচ্ছে। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। যুক্তরাজ্যের রোড হাউলেজ অ্যাসোসিয়েশন (আরএইচএ) বলছে, ব্রিটেনে প্রায় ১০ লাখ চালকের অভাব রয়েছে। ব্রেক্সিট এবং করোনা মহামারির কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। খুচরা বিক্রেতারা সতর্ক করে বলেছেন, চালকের ঘাটতি দূর করা না গেলে ক্রিসমাস উৎসব কেনাকাটার আগে বড় সমস্যা দেখা দেবে। তবে দেশটির সরকার ঘাটতি মেটাতে ৫ হাজার ভারী ট্রাকচালককে জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে। এটা অস্থায়ীভাবে করা হচ্ছে। একইসঙ্গে সাড়ে ৫ হাজার পোলট্রি কর্মীও আনা হচ্ছে বিদেশ থেকে। ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের খাদ্য ও স্থায়িত্ব বিষয়ক পরিচালক অ্যান্ড্রু অপি বলেছেন, ৫ হাজার ভিসার সীমা বর্তমান ঘাটতি দূর করতে খুব কম কাজ করবে। শুধুমাত্র সুপার মার্কেটগুলো অনুমান করেছে, তাদের ব্যবসার জন্য কমপক্ষে ১৫ হাজার ভারী ট্রাক ড্রাইভার প্রয়োজন। এএফপি, রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Parthib Ahmed ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:১২ এএম says : 0
er moddhe VISA sell kora hoye gese 50000
Total Reply(0)
Tanvir Hasan Bhuiyan ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৩ এএম says : 0
কিভাবে এবং কোথায় পাওয়া যাবে জানালে ভাল হবে।
Total Reply(0)
Abdul Jalil Barguna Aj ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৩ এএম says : 0
কোথায় পাওয়া যাবে ভিসা
Total Reply(0)
Sangit Saha ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৪ এএম says : 0
Bangladesh-a News jete jete 5000 hoye gelo 10,000
Total Reply(0)
মেঘ বালিকা ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৪ এএম says : 0
কি ভাবে পাব ভিসা
Total Reply(0)
MD. SHAHIN ALAM ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৭ এএম says : 0
ভিসা। কিভাবে এবং কোথায় পাওয়া যাবে জানালে ভাল হবে।
Total Reply(0)
MD. SHAHIN ALAM ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৮ এএম says : 0
ভিসা। কিভাবে এবং কোথায় পাওয়া যাবে জানালে ভাল হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন