শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে পাহাড় কাটায় ১০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫২ পিএম

নগরীর ‘নাগিন পাহাড়’ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের পরিবেশ অধিদফতর। বুধবার পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের জুনিয়র কেমিস্ট ছানোয়ার হোসেন বাদী হয়ে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় মামলাটি দায়ের করেন। এর আগে একই অভিযোগে ১৬ জনকে ৩২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছিল অধিদফতর।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদফতরের একজন কর্মকর্তা বাদী হয়ে এজাহার দিয়েছেন। আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি। মামলা তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পরিবেশ অধিদফতর।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন— খোরশদে আলম টুকু, খালেদ মাহমুদ বাবুল, মোহাম্মদ শোয়েব, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মনির উদ্দিন, প্রবাসী মো. মনসুর, আমীর হোসেন, নুরুচ্ছাবাহ ও মো. ওয়াহিদুল্লাহ। এর আগে, গত ২৩ সেপ্টেম্বর পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, জুনিয়র কেমিস্ট মোহাম্মদ ছানোয়ার হোসেন ও পরিদর্শক মোহাম্মদ সাখাওয়াত হোসেন নাগিন পাহাড় পরিদর্শন করেন। পরিদর্শনে তারা দেখতে পান, নাগিন পাহাড়ের কেটে চারদিকে গড়ে উঠছে স্থাপনা। এসব স্থাপনায় নাম উল্লেখ করে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন