চট্টগ্রামের আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইছামতি এলাকার বাঁশের ঝোপ থেকে মাসুমের লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আবদুল্লাহ আল মাসুম আনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউছুপের পুত্র। মাসুম আনোয়ারা সরকারি কলেজের এইচএসসি ২য়বর্ষের ছাত্র। স্বজনদের দাবি সাবেক ইউপি সদস্য সাগর দত্তের ছেলে দিপ্ত দত্ত (২০) মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ন কবিরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন