পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জাপানের আবহাওয়া ও জলবায়ুবিদ সাইকুরো মানাবে, জার্মান সমুদ্রবিজ্ঞানী ক্লাউস হাসেলম্যান এবং ইতালিয়ান তাত্ত্বিক পদার্থবিদ জর্জিও প্যারিসি।
আজ মঙ্গলবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে পূর্বাভাস এবং জটিল ফিজিকাল সিস্টেম নিয়ে কাজ করায় তারা এ পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কারের চারভাগের অর্ধেক পাবেন পদার্থবিদ জর্জিও প্যারিসি। বাকি অর্ধেক সমানভাগে ভাগ করে নেবেন বাকি দুই বিজ্ঞানী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন