শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লাল-সবুজের জার্সির উপর আসছে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১১:২৭ পিএম

বিশ্বে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতায় ভোগেন কয়েক কোটি মানুষ। এই রোগে যারা ভোগেন তারা এক রঙকে অন্য রঙ দেখেন। আর এ রোগে ভোগা মানুষদের কথা চিন্তা করে লাল ও সবুজ রঙের জার্সির উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বিশ্ব রাগবি ফেডারেশন।

রাগবি বিশ্বকাপে আয়ারল্যান্ড খেলে সবুজ রঙের জার্সি পরে। অপরদিকে ওয়েলস খেলে লাল রঙের জার্সি পরে। এখন এ দুটি দেশের খেলা যদি পরে যায় তাহলে আয়ারল্যান্ড অথবা ওয়েলসকে অন্য রঙের জার্সি পরে খেলতে হবে। ২০২৭ সালে হবে রাগবির পরবর্তী বিশ্বকাপ।

কয়েকদিন আগে সিক্স নেশন নামে একটি প্রতিযোগিতায় খেলে আয়ারল্যান্ড ও ওয়েলস। সেই ম্যাচটির পর এ রোগে ভোগা অনেকে অভিযোগ করেন তাদের খেলা দেখতে অনেক সমস্যা হয়েছে। তারা সবাই লাল-সবুজ অন্ধত্বতায় ভুগছেন

লাল-সবুজ অন্ধত্বতা হলো কালার ব্লাইন্ডনেস রোগের সবচেয়ে প্রচলিত একটি রোগ। এ সমস্যাতেই বেশিরভাগ মানুষ ভোগেন। তারা সবুজ ও লাল রঙ যেটি সেটি দেখতে পারেন না।

এমনকি এ রোগে যারা ভোগেন তাদের জন্য গাড়ি চালানোর বিষয়টিও বেশ কঠিন। কারণ তারা বুঝে উঠতে পারেননা আসলে কি লাল রঙের লাইট জ্বালানো হয়েছে না কি অন্য রঙ জ্বালানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন