চট্টগ্রাম বন্দরের সীমানায় আবুল খায়ের গ্রুপের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটি স্ক্র্যাপবোঝাই ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গোপসাগরে পতেঙ্গা সৈকতের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি টিটো-সেভেন ডুবে যায়। তবে জাহাজের নাবিকরা সবাই নিরাপদে আছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, সাগর কিছুটা উত্তাল আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরেক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে পানি ঢুকে যাওয়ায় জাহাজটি ডুবে গেছে। আমাদের একটি টিম দুর্ঘটনার কারণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছে। দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি বলে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন