শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটুয়াখালী রাঙ্গাবালীতে গণধর্ষণের শিকার নববধূ, তিন আসামি গ্রেফতার

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ৭:০৪ পিএম

পটুয়াখালী রাঙ্গাবালীতে গনধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। এদিকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ ।
জানাজায়, বুধবার (৬ অক্টোবর) দুপুরে নববধূ শশুর বাড়ি চরমোরশেদী থেকে চাচাতো দেবর ছলেমান ব্যাপারীর সাথে বাবার বাড়ি চরমোন্তাজের চরবেষ্টিন গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। খেয়াঘাটে এসে ছলেমান লাইনের চলাচল কারী ট্রলার রেখে অন্য ট্রলারে করে ভাবীকে নিয়ে রওনা করে। নদীর মাঝখানে ওই নববধূকে পালাক্রমে গণধর্ষণ করে সলেমান বেপারী তার সহযোগীদের নিয়ে।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে অন্য ট্রলারে করে চরকাজল পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। নববধূর বাবা রহমান খন্দকার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ছোটবাইশদিয়া চর ইমালশন এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার ১ নং আসামী সোলেমান বেপারী ট্রলার মাঝি বাপ্পি প্যাদা ও তাদের সহযোগী আরিফ খানকে গ্রেফতার করে।তাদের গ্রেফতার করে রাঙ্গাবালী থানা পুলিশ।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ( ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী সোলেমান ব্যাপারী লাইনের চলাচলকারি ট্রলার রেখে ভাড়া করা ট্রলারে করে তার ভাবিকে উঠিয়ে তার সহযোগীদের নিয়ে এ গণধর্ষণের ঘটনা ঘটায় । গণধর্ষণের শিকার মহিলাকে মেডিকেল চেকআপ সহ ডিএনএ পরীক্ষার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে জোর তৎপরতা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন