অভিনেতা-গায়ক ফজলুর রহমান বাবু মাঝে মাঝেই গান করেন এবং তা প্রকাশ করেন। তার নতুন একটি গান প্রকাশিত হয়েছে। তবে এবার তিনি গানটি গেয়েছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সালমার সঙ্গে। গানটির নাম ‘সখী’। তারেক আনন্দের কথায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। এটি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে গত ৮ অক্টোবর। ফজলুর রহমান বাবু বলেন, অভিনয়ের চাপে সচরাচর গাওয়া হয় না। তবে ভালো কথা-সুর পেলে সেটা ছাড়তেও পারি না। এই গানটি গাওয়ার পেছনেও একই কারণ। স্বাচ্ছন্দ্যে গাইতে পেরেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। সালমা বলেন, বাবু ভাইয়ের সঙ্গে আমার প্রথম গান। ভালো লাগার মতো একটি গান হলো। শ্রোতাদের ভালো লাগবে। সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত এই গানটির ভিডিওতেও দুই জনেরই উপস্থিতি রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন