মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম

খাতামুন নাবিয়্যীন (সা.) শ্রেষ্ঠত্ব ও কিছু বৈশিষ্ট্য-২

মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

২. কিয়ামত দিবসে হামদের ঝান্ডা নবী (সা.)-এর হাতে থাকবে : নির্ভরযোগ্য সনদে একাধিক হাদিসে এ বিষয়টি বর্ণিত হয়েছে। মুসনাদে আহমাদে মজবুত সনদে আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি : কিয়ামত দিবসে সর্বপ্রথম আমার কবর খুলবে, কোনো গর্ব নয়। আমাকে হামদের ঝান্ডা প্রদান করা হবে, কোনো গর্ব নয়। কিয়ামতের দিন আমি সকল মানুষের সরদার হব, কোনো গর্ব নয় এবং সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী আমি হব, কোনো গর্ব নয়। (মুসনাদে আহমাদ : ১২৪৬৯)।

৩. জান্নাতের দরজা সর্বপ্রথম তাঁর জন্য খোলা হবে : সহীহ মুসলিমে আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন : কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় দাঁড়াব এবং দরজা খুলতে বলব। জান্নাতের প্রহরী জিজ্ঞেস করবেন, আপনি কে? বলব, মুহাম্মাদ। বলবেন, হ্যাঁ, আপনার বিষয়েই আমাকে হুকুম করা হয়েছে; আপনার আগে কারো জন্য যেন (জান্নাতের দরজা) না খুলি। (সহীহ মুসলিম : ১৯৭)।

৪. নবী (সা.) সায়্যিদুন নাস এবং সায়্যিদু উল্দি আদাম : শাফাআতের দীর্ঘ হাদিসটি মুতাওয়াতির। এর সারকথা এটাই যে, আল্লাহ তাআলা যে নবী (সা.)-কে সকল বনী আদমের সরদার বানিয়েছেন, তার প্রকাশ সেখানে ঘটাবেন। মানুষেরা হাশরের ময়দানের ভয়াবহতায় পেরেশান হয়ে আদম (আ.) থেকে ঈসা (আ.) পর্যন্ত বিশেষ বিশেষ ফজিলত ও মর্যাদার অধিকারী নবীগণের নিকট সুপারিশের জন্য যাবে।

কিন্তু সবশেষে তাদের খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হবে। শাফাআতের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সহীহ সনদে প্রমাণিত, তিনি বলেন : কিয়ামত দিবসে আমি সকল মানুষের সরদার হব। (সহীহ বুখারী : ৪৭১২)।

সকল নবী-রাসূল আদম আলাইহিস সালামেরই সন্তান। অতএব তিনি যখন সকল আদম সন্তান এবং সমস্ত মানুষের সরদার তাহলে তিনি সকল নবী-রাসূলেরও সরদার। ইমামুল আম্বিয়া এবং সায়্যিদুল মুরসালীন। সেজন্য সাহাবায়ে কেরাম থেকে অদ্যাবধি নবী (সা.)-এর এই দুই বৈশিষ্ট্য উম্মতের মাঝে স্বীকৃত।

রাসূলুল্লাহ (সা.)-এর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা (রা.) বলেন : নবীগণের সরদার পাঁচজন। (সা.) এই পাঁচজনের মধ্যেও সরদার। নূহ (আ.), ইবরাহীম (আ.), মূসা (আ.), ঈসা (আ.) এবং মুহাম্মাদ (সা.)। (মুসতাদরাকে হাকেম : ৪০০৭)।

মহান সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. দরূদ শরীফের শব্দ এভাবে শেখাতেন, যেটা তাঁর থেকে নির্ভরযোগ্য সনদে বর্ণিত আছে : হে আল্লাহ! আপনি আপনার যাবতীয় রহমত, বরকত ও অনুগ্রহ বর্ষণ করুন সায়্যিদুল মুরসালীন, ইমামুল মুত্তাকীন মুহাম্মাদের ওপর, যিনি আপনার বান্দা ও রাসূল। কল্যাণের ইমাম, কল্যাণের সরদার এবং রহমতের রাসূল...। (মুসান্নাফে আব্দুর রাযযাক, খ. ২, পৃ. ২১৩, হাদিস ৩১০৯)।

যেহেতু নবী (সা.)-এর এই বৈশিষ্ট্যটি শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত এবং তা ঈমানের সঙ্গে সম্পর্কিত সে জন্য এ বিষয়টি মুসলমানদের আকীদার কিতাবগুলোতেও বিবৃত হয়েছে। ইসলামী আকীদার নির্ভরযোগ্য ও সর্বজনস্বীকৃত কিতাব আলআকীদাতুত তহাবিয়্যাহ। তাতে হানাফী ইমাম তহাবী রাহ. ইমাম আবু হানীফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদ (রাহ.)-এর সূত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাসমূহ আলোচনা করেছেন।

এই গ্রন্থে নবী (সা.) সম্পর্কিত আকীদায় এই বক্তব্য উল্লেখ আছে : তিনি সর্বশেষ নবী, মুত্তাকীদের ইমাম, রাসূলগণের সরদার এবং রাব্বুল আলামীনের বন্ধু। ইমাম বায়হাকী (রাহ.) শুআবুল ঈমান গ্রন্থে (২/১৭৮) নবী (সা.)-এর বৈশিষ্ট্যের আলোচনায় লেখেন : নবী (সা.)-এর একটি বৈশিষ্ট্য হলো, তিনি সায়্যিদুল মুরসালীন-নবীগণের সরদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
জোবায়ের খাঁন ১৫ অক্টোবর, ২০২১, ৬:০৯ এএম says : 0
দুনিয়ার সর্বকালের সেরা মানুষ হিসেবে নন্দিত যিনি, তিনি হলেন আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এক লাখ বা মতান্তরে দুই লাখ ২৪ হাজার নবী রসুলের আগমন ঘটেছে। তিনি ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার পর আর কারও কাছে আল্লাহর ওহি নাজিল হবে না।
Total Reply(0)
মনিরুল ইসলাম ১৫ অক্টোবর, ২০২১, ৬:১০ এএম says : 0
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবনের সর্বক্ষেত্রে অনুকরণীয়।
Total Reply(0)
হাদী উজ্জামান ১৫ অক্টোবর, ২০২১, ৬:১০ এএম says : 0
তিনি ছিলেন সবচেয়ে বেশি সৎ, সবচেয়ে বেশি দায়িত্বশীল, সবচেয়ে বেশি সাহসী। সবচেয়ে বেশি দয়ালু।
Total Reply(0)
সাইফ আহমেদ ১৫ অক্টোবর, ২০২১, ৬:১১ এএম says : 0
জাঝাকাল্লাহ খয়রান। দাতা হিসেবেও নবীজি সঃ ছিলেন সর্বোত্তম।
Total Reply(0)
গাজী ফজলুল করিম ১৫ অক্টোবর, ২০২১, ৬:১১ এএম says : 0
আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে অনুসরণের তাওফিক দান করুন।
Total Reply(0)
Sirazul Islam Tapadar ১৫ অক্টোবর, ২০২১, ৪:৫০ পিএম says : 0
মহান অাল্লাহপাক আমাদের সবাইকে রাসুলুল্লাহ সাঃ এ-র আদর্শে আদর্শিত করুন@ আমীন।
Total Reply(0)
Sirazul Islam Tapadar ১৫ অক্টোবর, ২০২১, ৪:৫০ পিএম says : 0
মহান অাল্লাহপাক আমাদের সবাইকে রাসুলুল্লাহ সাঃ এ-র আদর্শে আদর্শিত করুন@ আমীন।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন