শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাটের বিরোধে যুবলীগ নেতা রুটি শাহিনকে গুলি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১১:১০ এএম

পাবনার ইশ্বরদীর শেরহাটটি দখল নিয়ে দীর্ঘদিন ধরে যুবলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এবার বাঁশেরহাটের হাট দখল নিতে প্রতিপক্ষ গ্রুপের পক্ষ থেকে শাহিনুর রহমান ওরফে রুটি শাহিন (৩৮) নামের ওয়ার্ড যুবলীগ নেতাকে গুলি করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী পৌরসভার আলহাজ্ব মোড়ের বাঁশহাটের রমজানের গাড়ি সার্ভিসিং সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত রুটি শাহিন পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ইস্তা ভেলুপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব গুলিবিদ্ধ রুটি শাহিনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।

জানা যায়, ঘটনার সময় শাহিন আলহাজ্ব মোড়ের বাঁশহাটের রমজানের গাড়ি সার্ভিসিং সেন্টারের সামনে বসেছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরিহিত তিনজন এসে শাহীনকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে শাহিন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মোটরসাইকেল চালিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

সূত্রগুলো আরো জানান, গুলির বিকট শব্দে মোড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। মোড়ের লোকজন শাহীনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন