শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মৃত্যুবার্ষিকীতে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধাভরে স্মরণ

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১:৫৭ পিএম

আজ কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান বাংলা ব্যান্ড সঙ্গীতের এই দিকপাল। তিনি একাধারে গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী। বরেণ্য এই সঙ্গীতশিল্পীর মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে সঙ্গীত, চলচ্চিত্রসহ সাংস্কৃতিক অঙ্গন সংশ্লিষ্টরা ও তাঁর অগণিত ভক্তকূল।

জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে লিখেছেন, ‘আজ বাংলাদেশ ব্যান্ড মিউজিকের কিংবদন্তী, গানে, সৃষ্টিতে আমাদের সবার প্রাণের মানুষ আইয়ূব বাচ্চু ভাইয়ের প্রয়াণ দিনে আমরা তাঁকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়!’

আইয়ুব বাচ্চুর ছবি শেয়ার করে ক্যাপশনে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘রুপালি গিটার ফেলে চলে যাওয়ার তিন বছর...... উই মিস ইউ।’

স্মৃতিচারণ করে কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহ্‌রা ঐশী লিখেছেন, ‘আমি সত্যিই অনেক সৌভাগ্যবান যে, বাচ্চু স্যারের শেষ জ্যামিং আমার সাথে এবং স্যারের শেষ কনসার্ট- শেকড়ের সন্ধানে, রংপুর জিলা স্কুল মাঠে আমার থাকার সৌভাগ্য হয়েছে তাপস এন্ড ফ্রেন্ড এর একজন সদস্য হিসেবে। জ্যামিং এর এই সুযোগ এবং জীবনের অন্যতম এই উপহার দিয়েছিলেন তাপস ভাইয়া আমাদের গান বাংলার জন্মদিনে। আমার মতো একজন নতুন প্রজন্মের মানুষকে তিনি যতটুকু স্নেহ এবং সাহস দিতেন তা সব সময় আমাকে অবাক করতো। একজন এত বড় মাপের মানুষ কতটা বিনয়ী হতে পারেন! দেখা হলেই প্রথম প্রশ্ন থাকতো স্যারের- তুই ডাক্তার কবে হবি? শিখেছি স্যার আপনার কাছ থেকে৷ আপনি আছেন আমাদের মাঝে, থাকবেন চিরকাল।’

আইয়ুব বাচ্চুকে উদ্দেশ্য করে সাংবাদিক ও গীতিকার এনআই বুলবুল লিখেছেন, ‘আজ আপনার চলে যাবার দিন। কিন্তু আপনাকে আমরা ভুলি নি। কোনোদিন ভুলবো না। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক।’

মুহাম্মদ আলী লিখেছেন, ‘২০১৮ সালের আজকের দিনে আমরা হারিয়েছিলাম বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাই তাঁর প্রতি।’

আল আমিন সবুজ লিখেছেন, ‘বাংলা পপ সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এই রুপালি গিটার এখনও তোমাকে মিস করে! এই রুপালি গিটার ছেড়ে একদিন চলে যাবো দূরে ..... রুপালি গিটার ফেলে চলে তুমি ঠিকই, কিন্তু কোটি কোটি ভক্তদের মাঝে স্মৃতিও রেখে গেছো অনেক।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন