শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকেরা টেকনাফে ফিরেছেন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৮:১৫ পিএম | আপডেট : ৮:১৭ পিএম, ১৯ অক্টোবর, ২০২১

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ৩দিন ধরে আটকে থাকার পর অবশেষে ট্রলারে টেকনাফে ফিরেছেন ৩ শতাধিক পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় তিনদিন ধরে এসব পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়েছিল।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে করে সেন্টমার্টন থেকে টেকনাফের উদ্দেশ্যে আসতে থাকেন আটকেপড়া এসব পর্যটক। সকাল সাড়ে ১০টার দিকে ৪০ জনের যাত্রীবাহী একটি ট্রলার প্রথম টেকনাফে এসে পৌঁছায়। বাকীরা পর্যায়ক্রমে টেকনাফে পৌঁছান। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমদ এমনটা জানান।

তিনি জানান, ‘আবহাওয়া ভালো থাকায় দ্বীপে ভ্রমণে গিয়েছিল এসব পর্যটক।

হঠাৎ করে দুই দিন আগে আবহাওয়া রাফ হয়ে যাওয়ায় দ্বীপে আটকা পড়ে এসব পর্যটকরা। তবে আবহাওয়া ভালো হওয়ায় মঙ্গলবার সকাল থেকে টেকনাফে ফিরেছেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন