শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইলিশের প্রতিদানেই কি পানিতে ডুবিয়ে মারছে ভারত?- ক্ষোভ সামাজিক মাধ্যমে

তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত

আব্দুল মোমিন | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ৯:১৭ পিএম

দেশের মানুষের চাহিদা থাকা সত্বেও সদ্য শেষ হওয়া দুর্গাপূজা উপলক্ষে বন্ধু দেশ হিসেবে ভারতে ১ হাজার ১৩৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। ভারতীয়দের মুখ থেকে রূপালি ইলিশের গন্ধ এখনও দূর না হতেই তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়ে বাংলাদেশের জনগণকে পানিতে ডুবিয়ে মারছে ভারত।

প্রতিবেশী দেশটির এমন অকৃতজ্ঞ আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ইলিশ পাঠানোর প্রতিদানেই কি তারা ডুবিয়ে মারছে আমাদের? ভারত থেকে নেমে আসা বন্যার পানি বাড়ার সাথে সাথেই যেন ক্ষোভ উতলে পড়ছে ফেসবুকে। বন্ধু দেশের এই নিষ্ঠুর আচরণের ব্যাপক সমালোচনা চলছে নেট দুনিয়ায়।

সর্বশেষ তথ্যমতে, তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে তিস্তা ও আশপাশের এলাকায় ৪০০ ঘরবাড়ি বিলীন হয়েছে। ভারত থেকে নেমে আসা পানির চাপে তিস্তা ব্যারাজ ফ্লাড বাইপাস ভেঙ্গে গেছে। ব্যারাজ রক্ষার্থে রেড এলার্ট জারি করে তিস্তার তীরবর্তী লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে পানি উন্নয়ন বোর্ড মাইকিং করছে। বুধবার দুপুর ২ টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৭০ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেসবুকে আবরার আসিফ বিশ্বাস লিখেছেন, ‘‘ভারত সরকার বাহ। আপনাদের দেশের সকল পন্য আমরা কিনি ব্যবহার করি, টিভি চ্যানেল সব কিছু আমাদের দেশের মানুষ আপনাদের চ্যানেল দেখে। আমাদের টাকায় আপনাদের অর্থনীতি সচল অথচ অনেক বৃষ্টি বেশি হয় তখনই আপনারা পানি ছেড়ে দেন আমরা বন্যায় ভেসে যাই। আবার যখন পানির দরকার তখন একটু ও পানি দেন না।আমাদের সেচ দিতে কষ্ট হয়।’’

ভারতের সমেোচনা করে আসিফ জামান মুগ্ধ লিখেছেন, ‘‘যখন পানি দরকার হয় তখন দেয় নাহ, আর যখনই... উতলে পড়ে তখন ছেড়ে দিয়ে বাংলাদেশ ভাসায়ে দেয়, অথচ স্বাভাবিক গতিপথ ঠিক রাখলে, না ডোবে ভারতে না ডোবে বাংলাদেশে। আর বাংলাদেশ ২০০০ টন ইলিশ উপহার পাঠাবে।’’

মোঃ রাইহান লিখেছেন, ‘‘ভারত বেশি করে পানি দিচ্ছে ।চিন্তা কইরেন না, সরকার সেই পানিতে বছরের বেশিরভাগ সময় নিষেধাজ্ঞা জারি করে ইলিশের প্রজননের সুযোগ করে ঐ ইলিশ আগামী বছর আরো বেশি করে ভারতে রপ্তানি করা হবে।’’

মোঃ লিটন গাজীর পরামর্শ, ‘‘কোরাবানির ঈদে গরু রফতানি বন্ধ করে ছিলো সাময়িক দুই-তিন বছর সমস্যা হয়েছিল এখন যদি ভারতের গরু লাগে বাংলাদেশ থেকে দেয়া যাবে, যেকোনো সমস্যা সঠিক পথ দেখাতে সাহায্য করে সেই সঠিক পথ সঠিক সময়ে কাজে লাগালে পরবর্তীতে সেই সমস্যার সম্মুখীন হতে হয়না, বাংলাদেশের সবচেয়ে নজর দেয়া উচিৎ যেসকল জিনিসের উপর আমাদের অন্যের দেশের উপর নির্ভর করতে হয় সেই সকল জিনিস যেগুলো আমাদের উৎপাদন সম্ভব সেগুলো উৎপাদন করা। নইলে এভাবেই আমাদের সাথে অন্যায় ভাবে ক্ষতিগ্রস্থ করবে প্রতিবেশী বন্ধুরা আর বন্ধুদের নমুনা যদি হয় এরকম তাহলে শত্রুরা কেমন হতে পারে একবার ভেবে দেখুন।’’

তিস্তায় ভারতের চেয়ে উঁচু বাধ নির্মাণের অনুরোধ জানিয়ে ইয়াসিন খান লিখেছেন, ‘‘প্রতিবছরই তো এমন হচ্ছে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকারের কি কিছুই করার নাই? আমাদের সীমানায় কেন আমরা ওর চেয়ে বড় বাধ নির্মাণ করতে পারি না।সমস্যা কোথায় আমাদের।’’

নয়ন লিখেছেন, ‘‘এজন্যই দেখি ওপারে বেশী পানি হলে একটু নামধারী বৃষ্টিতে এখানে কেন। বন্যায় বাড়িঘর ভেসে উত্তরের মানুষের মাঝে দুর্ভিক্ষ নেমে আসে। আর যখন পানির প্রয়োজন হয় তখন পানি আটকায় দিয়ে আমাদের অসহায় বানিয়ে তারা খেলতে পছন্দ করে। ওনাদের মন্ত্রিরা এসে মিথ্যে চুক্তি স্বাক্ষর করেন আর অভিনয় করে পাওয়ারটা হাতে রেখে দেয়।

তিস্তাপাড়ের বাসিন্দা মোঃ আক্তারুজ্জামান লিখেছেন, ‘‘ভয়ংকর রূপে তিস্তা নদী ও এর আশপাশ। ভারত থেকে ধেয়ে আসা পানির ঢলে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় তলিয়ে গেছে তিস্তা পাড়ের অনেক নিম্নাঞ্চল। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’’

শহিদুল ইসলাম সুমন লিখেছেন, ‘‘সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি,বাংলাদেশের ভারতপ্রেমী সকল... ভাইদেরকে তিস্তার তীরবর্তী এলাকা গুলো তাদের জন্য বরাদ্দ করা হোক।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (12)
মোহাম্মদ দলিলুর রহমান ২০ অক্টোবর, ২০২১, ৯:৪২ পিএম says : 0
ওদের পানির দরকার কিসের আমরাও বাঁধ নির্মাণ করে ফেলি যদি পদ্মা সেতু কর্ণফুলী টানেল পারমাণবিক বিদ্যুত কেন্দ্র করতে পারি তবে সেটা কি জন্য করা যাবে না ,ফাউন্ডেশন করে বাইশ মিলি রড দিয়ে চল্লিশ ফুট উপর করে বেড়ীবাদ দিয়ে দিতে পারি,আমাদের দেশের সীমানায় সেটা করা যেতে পারে ,কিন্তু কে করবে,সবাই মতলব বাজ এবং ভারতের (কেছা হে দেস)।
Total Reply(0)
noor pharmacy ২০ অক্টোবর, ২০২১, ৯:৫৪ পিএম says : 0
আরে ভাই বন্ধুত্বের নাজরানা।
Total Reply(0)
নাজমুল হক ২০ অক্টোবর, ২০২১, ১১:১৭ পিএম says : 0
আপনাদের অনলাইন পত্রিকা থেকে কেন ফেসবুকে শেয়ার করা যায় না।
Total Reply(1)
Md. Aman Ullah Talukder ২১ অক্টোবর, ২০২১, ১০:০৩ এএম says : 0
ফেসবুকে শেয়ার করা যায়। ধন্যবাদ।
আব্দুর রহমান মেহেদাদ ২০ অক্টোবর, ২০২১, ১১:৪৪ পিএম says : 0
আমি যদি ক্ষমতা পেতাম, তিস্তা ব্যারেজ আরেকটি তৈরী হতো।
Total Reply(0)
আব্দুর রহমান মেহেদাদ ২০ অক্টোবর, ২০২১, ১১:৪৪ পিএম says : 0
আমি যদি ক্ষমতা পেতাম, তিস্তা ব্যারেজ আরেকটি তৈরী হতো।
Total Reply(0)
আব্দুর রহমান মেহেদাদ ২০ অক্টোবর, ২০২১, ১১:৪৫ পিএম says : 0
আমি যদি ক্ষমতা পেতাম, তিস্তা ব্যারেজ আরেকটি তৈরী হতো।
Total Reply(0)
Tareq Sabur ২১ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম says : 0
ভারত কখনো কোন প্রতিবেশি দেশের ভাল চায়নি। ওরা কখনো কারো বন্ধুরাষ্ট্র হতে পারে না। কংগ্রেস হোক আর বিজেপি হোক এরা সবাই উগ্রবাদী হিন্দু। উগ্রবাদী হিন্দুরা কখনো কারো বন্ধু হতে পারে না। সাধারন হিন্দুদের কথা আলাদা।
Total Reply(0)
Nazrul Islam ২১ অক্টোবর, ২০২১, ১২:০২ পিএম says : 0
ভারতের সাথে প্রতিবেশী কোন দেশের সু সম্পর্ক কখনও ছিল না, এরা সব সময় সহিংস মনোভাব পোষণ করে
Total Reply(0)
আব্দুল জব্বার ২১ অক্টোবর, ২০২১, ১২:৫৫ পিএম says : 0
ভারত সেই ১৯৪৭ সাল থেকে আমাদের সম্পদ লুট পাট করছে আর ১৯৭১ সাল থেকে এই সময় চলমান ও ভবিষ্যতে চলবে বাংলাদেশের কিছু বেঈমান আমলা ও রাজনৈতিক নাগরিক এর ভারতের এই দাদাগিরি পানির মতো প্রবাহমাণ
Total Reply(0)
Mihir Biswas ২১ অক্টোবর, ২০২১, ৯:৩১ পিএম says : 0
অবশ্যই অমানবিক ,আমাদের এপারেও ডিভিসি জল ছাড়লে বহু জেলায় তার অপূরনীয় ক্ষতি হয় সরকার উদাসীন কি রাজ‍্য কি কেন্দ্র উভয়ই তা নিয়ে রাজনীতি করে। এ সব অপরিনামদর্শীতার ফল।বাঙালি বিঞ্জানী বারণ করছিলেন এইসব সমস‍্যা হবে কেন্দ্র কর্ণপাত করে নি।
Total Reply(0)
Abul Farah ২২ অক্টোবর, ২০২১, ৩:১৪ এএম says : 0
পৃথিবীতে কোন সভ‍্য দেশ ভারতের বন্ধু হতে পারে না।ওরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘৃনিত জাতি।
Total Reply(0)
salman ২৪ অক্টোবর, ২০২১, ৭:৩০ এএম says : 0
Er por o ara (varot) e DALAL der Bondhu.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন