অবশেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুমালা (বর্ষা বায়ু) বাংলাদেশ থেকে গতকাল শুক্রবার পুরোপুরি বিদায় নিয়েছে। লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
এরফলে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের দুয়েক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪.২ এবং সর্বনিম্ন বদলগাছীতে ২০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩২.২ এবং সর্বনিম্ন ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপরের ৫ দিনে আবহাওয়ার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন