চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার(২৭ অক্টোবর) কলা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বুধবার দুই শিফটে এবং বৃহস্পতিবার এক শিফটে 'বি' ইউনিটের ৪২ হাজার ৬৬৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসবেন। প্রথমদিন দুই শিফটে ২৮ হাজার ২৪৬ জনের পরীক্ষা হয়েছে।
বরাবরের মতোই ১২০ নম্বরের পরীক্ষা হয়েছে। 'বি' ইউনিটে বাংলা,ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটি বিষয়ের উপর ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়েছে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি এর জিপিএ থেকে নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন