পরীক্ষার হলে ঢুকে অশোভন আচরণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক ভর্তিচ্ছুকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
বুধবার (২৭ অক্টোবর) কলা অনুষদভুক্ত 'বি' ইউনিটের সকালের শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র পেতে বিলম্ব হওয়ায় ঐ ভর্তিচ্ছু দেয়ালে লিখে দেয় 'ভর্তি কমিটির বহিষ্কার চাই'।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানান, ঐ পরীক্ষার্থী নিয়ম না জেনে সময় হওয়ার পূর্বেই প্রশ্ন চেয়ে অশোভন আচরণ করে। তাই তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। ভবিষ্যতে এরকম আর করবেনা লিখিত নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষা গুলোতে চাইলে সে অংশ নিতে পারবে।a
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন