বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ৭২.৭৯ শতাংশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ৫:০৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের 'সি ইউনিট' (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষায় ১০ হাজার ১৩২ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।শতকরা হিসেবে ৭২.৭৯ শতাংশ।

মোট ১২টি কেন্দ্র মিলে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৪৬ জন। যা মোট আবেদনকারীর ২৭.২১ শতাংশ। ৪৪১টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ছিলেন ১৩ হাজার ৯১৮ জন।
ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এস. এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘পরীক্ষায় মোট ৭৩ শতাংশ অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা বা অসদুপায়ের চেষ্টা করেননি কোনো শিক্ষার্থী।’
উল্লেখ্য আগামী ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এই ইউনিটের এক হাজার ১৬০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ২৫৪জন পরীক্ষার্থী আবেদন করেন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন। ১৩টি কেন্দ্রে প্রতি শিফটে ১৩ হাজার ৫৬১ জন করে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট ৯টা ৪৫ থেকে ১২ টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ২.১৫ থেকে ৪.৩০ পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন